জ্যোতিষী অনীশ ব্যাসের মতে, শনির গোচর হয়েছে ২৯ মার্চ। মীন রাশিতে প্রবেশ করেছে শনি।



মীন রাশিতে গোচরের সঙ্গে সঙ্গেই শনি ধৈইয়া শুরু হয়েছে দুটি রাশিতে। চলবে আরও আড়াই বছর।



জন্মছকে শনি চতুর্থ বা অষ্টম ঘরে থাকলে ধাইয়া চলে। ধাইয়া একবার শুরু হলে আড়াই বছর স্থায়ী হয়।



এই আড়াই বছর জাতক মানসিক অবসাদে ভোগেন



আর্থিক ক্ষতির মধ্যেও পড়তে হয় অনেক সময়।



মীন রাশিতে শনিদেবের গোচরের পর, সিংহ রাশির জাতকদের ধইয়া শুরু হয়েছে।



ধনু রাশির জাতকদের জন্যও শনি ধইয়া শুরু হয়ে গিয়েছে।



জ্যোতিষী অনীশ ব্যাস বলেন যে ধইয়া বা সাড়েসাতি সবসময় যন্ত্রণাদায়ক হবে এমন কোন কথা নেই।



যদি কর্মফল ভালো হয়, তাহলে শনিদেব ক্ষতি করবেন না।



ধইয়ার প্রভাব কমাতে হনুমানজি, ভগবান শিবের পুজো করুন। দরিদ্রকে সাহায্য করুন।