জ্যোতিষী অনীশ ব্যাসের মতে, শনির গোচর হয়েছে ২৯ মার্চ। মীন রাশিতে প্রবেশ করেছে শনি।
ABP Ananda

জ্যোতিষী অনীশ ব্যাসের মতে, শনির গোচর হয়েছে ২৯ মার্চ। মীন রাশিতে প্রবেশ করেছে শনি।



মীন রাশিতে গোচরের  সঙ্গে সঙ্গেই শনি ধৈইয়া শুরু হয়েছে দুটি রাশিতে। চলবে আরও আড়াই বছর।
ABP Ananda

মীন রাশিতে গোচরের সঙ্গে সঙ্গেই শনি ধৈইয়া শুরু হয়েছে দুটি রাশিতে। চলবে আরও আড়াই বছর।



জন্মছকে শনি চতুর্থ বা অষ্টম ঘরে থাকলে ধাইয়া চলে। ধাইয়া একবার শুরু হলে আড়াই বছর স্থায়ী হয়।
ABP Ananda

জন্মছকে শনি চতুর্থ বা অষ্টম ঘরে থাকলে ধাইয়া চলে। ধাইয়া একবার শুরু হলে আড়াই বছর স্থায়ী হয়।



এই আড়াই বছর জাতক মানসিক অবসাদে ভোগেন
ABP Ananda

এই আড়াই বছর জাতক মানসিক অবসাদে ভোগেন



ABP Ananda

আর্থিক ক্ষতির মধ্যেও পড়তে হয় অনেক সময়।



ABP Ananda

মীন রাশিতে শনিদেবের গোচরের পর, সিংহ রাশির জাতকদের ধইয়া শুরু হয়েছে।



ABP Ananda

ধনু রাশির জাতকদের জন্যও শনি ধইয়া শুরু হয়ে গিয়েছে।



ABP Ananda

জ্যোতিষী অনীশ ব্যাস বলেন যে ধইয়া বা সাড়েসাতি সবসময় যন্ত্রণাদায়ক হবে এমন কোন কথা নেই।



ABP Ananda

যদি কর্মফল ভালো হয়, তাহলে শনিদেব ক্ষতি করবেন না।



ধইয়ার প্রভাব কমাতে হনুমানজি, ভগবান শিবের পুজো করুন। দরিদ্রকে সাহায্য করুন।