জ্যোতিষ শাস্ত্র অনুসারে যদি জন্মকুণ্ডলীতে শনির কোনও অশুভ প্রভাব থাকে, তাহলে জীবন ছত্রভঙ্গ হয়। শনিদেব ন্যায়ের দেবতা। ন্যায়নিষ্ঠদের সঙ্গে অবিচার করেন না শনি, এমনটাই বিশ্বাস। শনির শুভ প্রভাবে দরিদ্র ব্যক্তি ধনী হয়। রাজা উজির পথে বসে নেতিবাচক প্রভাবে। শনি যদি অশুভ স্থানে যায়, তাহলে কয়েকটি লক্ষণ দেখা যেতে পারে। শনির কুপ্রভাবে ব্যবসায় সমস্যা আসতে পারে। চাকরি নিয়ে সঙ্কট তৈরি হতে পারে। কাজে বাধা, পদোন্নতিতে বাধা আসতে পারে। হঠাৎ করে মাথার ওপর ঋণের বোঝা চেপে যেতে পারে। শনির অশুভ প্রভাব থাকলে গাড়ি বিক্রি করে দিতে হতে পারে। পরিশ্রমের ফল পাওয়া যায় না। ছোটখাটো বিষয়ে বাড়িতে বিবাদ তৈরি হয়।