শনিদেব ১৮ আগস্ট রাতে পূর্বাভাদ্রপদ নক্ষত্রের প্রথম পর্বে প্রবেশ করছেন। ২ অক্টোবর পর্যন্ত এই নক্ষত্রেই থাকবেন শনি। কুম্ভ রাশির অধিপতি শনিদেব। পূর্বাভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণকারী ব্যক্তিদের রাশিচক্র হল কুম্ভ। সাড়ে সাতি চললেও ১৮ অগাস্টের পর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভাল সময় এটি। আয় বাড়বে। ব্যবসা বাড়বে। পুরনো ইচ্ছা পূরণ হবে। পূর্বাভাদ্রপদ নক্ষত্রের শেষ পর্বে জন্মগ্রহণকারী ব্যক্তিদের রাশি হল মীন। ধনু ও মীন রাশির জাতকদের জন্য এই সময়টা খুব ভাল থাকবে। বর্তমানে মীন রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির প্রথম পর্ব চলছে। তাহলেও শনির এই নক্ষত্র পরিবর্তনে বিরাট উপকার পাবেন মীনের জাতকরা। আয় হবে অনেক, সমস্যার জট খুলবে। অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে ধনু রাশির জাতকদের। ডিসক্লেমার - এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না।