শনিদেব যেখানেই কিছু ভুল হতে দেখেন, শনি তাতে মারাত্মক ফল দেন।



মানুষের ভাল-মন্দ কাজের হিসাব দেওয়া শনির দায়িত্ব। তাই ভগবান শনিকে কলিযুগের 'বিচারক'ও বলা হয়।



শনির সাড়ে সাতি এবং ধাইয়া । অনেকেরই বিশ্বাস, শনিদেব এই সময় রোষ দৃষ্টিতে দেখেন ।



কেউ অন্যের ক্ষতি যদি না করে, তাহলে শনি এই ব্যক্তিদের সম্মান ও সম্পদ দেয়।



শনিদেব ধনু ও মীন রাশির জাতকদের কষ্ট দেন না।



শনির আরও একটি প্রিয় রাশি তুলা। শনি এই রাশির জাতক জাতিকাদের কষ্ট দেয় না।



তুলা রাশির জাতক জাতিকারা যদি অন্যের ভাল করে, তাদের উন্নতিতে সহায়ক হয়, তাহলে শনি অপ্রত্যাশিত ফল দেয়।



যে কোনও রাশির জাতকরাই ন্যায়ের পথে থাকলে, সত্য কথা বললে শনির কৃপা পান।



শনির রোষ এড়াতে সৎ জীবন যাপন করুন।