শনি হলেন কলিযুগের ম্যাজিস্ট্রেট। মানে তিনিই এই যুগে অন্যায়ের বিরুদ্ধে সব থেকে বেশি কড়া।



শনিই কলিযুগে ভালো-মন্দের হিসেব করেন এবং তার পরে মানুষকে ফল দেন।



শনি কখন শাস্তি দেন? এটা জানা খুবই জরুরী।



গরীবের অধিকার হরণ করে যারা, তাদের শনি এক্কেবারে বিষ নজরে দেখেন



আপাত দৃষ্টিতে হয়ত মনে হয়, এই তো অন্যায় করেই যাচ্ছে, ফল পাচ্ছে না।



জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি সকলের অপরাধের হিসেব রাখেন। ঠিক সময়ে ফেলেন তীব্র প্যাঁচে।



যারা কঠোর পরিশ্রম করে, তাদের অপমান করা শনিদেব এক্কেবারে পছন্দ করেন না।



যারা নিরীহ পশুদের ক্ষতি করে তাদের শাস্তিও দেন শনিদেব।



প্রকৃতির ক্ষতি করে যারা, তাদের কড়া হাতে শাস্তি দেন শনি।



যারা অন্যের উপর অত্যাচার করে, তাদের শনিদেব কখনও ক্ষমা করেন না।