সামনেই দুর্গাপুজো। ষষ্ঠী আগামী ২২ আশ্বিন। ৯ অক্টোবর, বুধবার। দেবীপক্ষ শুরু শুধু সময়ের অপেক্ষা। নবরাত্রির সময়, দেবী দুর্গার আরাধনায় মাতে আসমুদ্র হিমাচল। কয়েকটি রাশি আছে যেগুলি মা দুর্গার মনে সবথেকে কাছের। তার মধ্যে রয়েছে - মেষ রাশির জাতক জাতিকারা খুব ভাগ্যবান। মা দুর্গা তাদের সঙ্গে থাকে সবসময়। মা দুর্গার কৃপায় মেষ রাশির জাতক জাতিকারা তাদের সন্তানদের কাছ থেকে কিছু সুখবর শুনতে পেতে পারেন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, মা দুর্গা সবসময় সিংহ রাশির জাতকদের প্রতি দয়ালু হন। মা দুর্গার প্রাণভরা আশীর্বাদ বর্ষিত হয় এই রাশির উপর। তুলা রাশি হলে কোনও চিন্তা নেই। এই রাশির জাতক জাতিকাদের প্রতি মা দুর্গা সর্বদা সদয় হন। মা দুর্গার কৃপায় জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন এই রাশির জাতকরা। ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই