শনিদেব ন্যায়ের দেবতা। শনি সকলকেই কর্ম অনুসারে ফল দেন। তাই ন্যায়ের পথে থাকেন যাঁরা , তাঁরা সকলেই শনির প্রিয়। তবে নিউমেরোলজি নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁরা মনে করেন ৮ সংখ্যাটি শনির বড় প্রিয়। জ্যোতিষশাস্ত্র বলে, যাদের মূলাঙ্ক ৮ হয়, তারা খুব পরিশ্রমী হয়। মনে করা হয় পরিশ্রমী ব্যক্তিরা শনির বড় প্রিয়। তাই ৮ যাদের মূলাঙ্ক তারা শনির প্রিয়। আর সেই কারণেই ১৭ তারিখে যাদের জন্মদিন রয়েছে তাদের উপর শনির বিশেষ আশীর্বাদ রয়েছে। ২৬ তারিখে যাদের জন্মদিন, তাদের মূলাঙ্ক ৮। তারাও শনির প্রিয়। এই ব্যক্তিরা খুব পরিশ্রমী, বুদ্ধিমান হয়। সবকিছু সম্পর্কে গভীর পর্যবেক্ষণ থাকে এদের। এরা সাধারণত খুব শান্ত প্রকৃতির হয়। ধীরে ধীরে জীবনে সাফল্য অর্জন করে।