মাত্র কয়েক দিনের মধ্যে নতুন বছর ২০২৫ শুরু হবে। শনি প্রায় আড়াই বছর পর রাশি পরিবর্তন করবে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে, শনি ও সূর্য কুম্ভ রাশিতে একসাথে থাকবে । এর ফলে ৩ টি রাশির জাতকরা হাতে চাঁদ পাবেন। সাফল্য চুমু খাবে পায়ে । বুধবার, ১২ ফেব্রুয়ারি সূর্য মকর থেকে কুম্ভ রাশিতে চলে যাবে। শনি ইতিমধ্যেই কুম্ভ রাশিতে উপস্থিত । ২৯ মার্চ অবধি থাকবে সেখানেই। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতকদের প্রতি সূর্য ও শনি উভয়ই সদয় হতে চলেছে? মকর রাশির ব্যবসা এবং কর্মজীবনের দিক থেকে চমৎকার সময় । শুধু প্রয়োজন একটু সতর্কতা। বৃশ্চিক রাশি হলে চাকরিজীবীদের জন্য সময় ভালো যাবে। পদোন্নতির সুযোগ থাকবে। মিথুন রাশি হলে ভালো খবর পেতে পারেন জাতকরা। অর্থনৈতিক অবস্থা আগের থেকে ভালো হবে।