শনির অবস্থানের পরিবর্তন অবশ্যই প্রতিটি রাশির মানুষের জীবনকে প্রভাবিত করে।



কেউ কেউ খারাপ পরিণতিতে পড়েন, আবার কেউ কেউ শনির আশীর্বাদ পান।



শনি কুম্ভ রাশিতে অস্ত গিয়েছেন এবং মীন রাশিতে উদিত হবে।



শনি উদিত হোক বা অস্ত, কয়েকটি রাশি থাকবে এই বছর বহাল তবিয়তেই।



২০২৫ সালে কোন কোন রাশি থাকবে শনির সুনজরে, দেখে নিন এক ঝলকে



জ্যোতিষী অনীশ ব্যাস বলছেন, কর্কট রাশির জাতকদের উপর শনি ধইয়ার প্রভাব শেষ হয়ে যাবে



২০২৫ সালে জীবন সুখে ভরে উঠবে। সব উন্নতি হবে ধীরে ধীরে।



বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ধইয়া থেকে মুক্তি পাবেন। গত আড়াই বছরের সমস্যা শেষ হবে।



মকর রাশির আটকে থাকা কাজ অবিলম্বে সম্পন্ন হতে শুরু করবে।



পরিস্থিতির হঠাৎ করেই উন্নতি হতে শুরু করবে।



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।