শনি এমন একটি গ্রহ যা প্রত্যেক ব্যক্তিকে শুভ ও অশুভ উভয় ফলই প্রদান করে।



শনির সাড়েসাতির সময়কালটাকে বড্ড কঠিন হিসেবে ধরা হয়।



প্রত্যেকের জীবনে একাধিকবার শনির সাড়েসাতি অবশ্যই আসে।



সাড়েসাতি কোনও এক রাশিতে সাড়ে সাত বছর থাকে। এইভাবে পুরো রাশির চক্র সম্পূর্ণ করতে শনির ৩০ বছর সময় লাগে।



শনির সাড়েসাতির তিন পর্যায়। আড়াই বছর করে। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় ও তৃতীয় পর্যায়।



শনির সাড়েসাতির নাম শুনলেই মানুষ ভয় পায়। কিন্তু সবসময়ই সাড়েসাতি নিয়ে ভয় পাবার প্রয়োজন নেই



সাড়েসাতি কতটা কঠিন হবে, তা নির্ভর করে কুণ্ডলীতে শনির অবস্থান ও কর্মের উপর।



কুণ্ডলীতে যদি শনি দুর্বল বা শত্রু ক্ষেত্রে থাকে, তাহলে শনি অশুভ ফল দেন।