আড়াই বছর পর শনিদেব তার রাশি পরিবর্তন করতে চলেছেন ২৯ মার্চ, ২০২৫-এ রাত ১১:০১টায় মীন রাশিতে প্রবেশ করবে

এরপরে, তিনি আড়াই বছর এই রাশিতে থাকবেন শনির এই পরিবর্তিত গতি লক্ষ লক্ষ মানুষকে অসুখী করতে চলেছে

শনির গমনের কারণে অনেকের সাড়ে সাতি শুরু হবে অনেককেই শনির রোষের মুখে পড়তে হবে

আর্থিকভাবে প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা বছরের শুরু থেকেই জলের মতো বেরবে টাকা

বছরের শুরু থেকেই কঠিন সময় চলবে কেরিয়ার বাধার মুখে পড়বে, সাফল্যর ক্ষেত্রেও প্রতিকূলতা আসবে

পরিবারে ঝগড়া অশান্তি ঝামেলা লেগেই থাকবে টাকাপয়সা নিয়ে নানারকম সমস্যার মুখে পড়তে হতে পারে

বিনিয়োগে লোকসানের মুখে পড়তে হতে পারে প্রেম জীবনে অশান্তি বাড়তে পারে