২৯ মার্চ ২০২৫-এ দুটি গুরুত্বপূর্ণ জ্যোতির্বিদ্যা ঘটনা একসাথে ঘটছে। শনির রাশি পরিবর্তন, সূর্যগ্রহণ ।



২৯ তারিখ রাতে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করতে চলেছেন শনি।



শনির গোচর বৃষ রাশির একাদশ ঘরে ঘটবে, যা এই রাশির জন্য প্রগতিশীল প্রমাণিত হবে।



কর্কট রাশির জন্য শনির গোচর শুভ হবে। এই রাশির জাতকরা ধইয়া থেকে মুক্তি পাবেন।



শনির গোচর তুলা রাশির জন্যও শুভ হবে। শনি ষষ্ঠ ঘরে প্রবেশ করবে । আয়ের উৎস বৃদ্ধি করবে।



শনির গোচরের পর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ধইয়া থেকে মুক্তি পাবেন



এর ফলে এই রাশির জাতকদের ব্যবসা সম্প্রসারিত হবে, সম্পর্ক আরও ভালো হবে।



শনির গোচর মকর রাশির জন্যও শুভ হবে। শনি মীন রাশিতে প্রবেশ করলে এই রাশি সাড়ে সাতি থেকে মুক্ত হবেন।



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।