শনির কারও প্রতি দয়ালু হলে তবে ঘুমন্ত ভাগ্যও জেগে ওঠে । সাড়ে সাতির অশুভ প্রভাব জীবনকে কষ্টে ভরে দেয়। আবার শনিই মানুষকে সবথেকে সুখ দেন। সবচেয়ে ধীর গতিতে শনি রাশিচক্র পরিবর্তন করে। বর্তমানে শনিদেব বিপরীতমুখী গতিতে গমন করছেন। কুম্ভ রাশিতে শনি পিছিয়ে যাওয়ায় মেষ রাশির জাতকদের জন্য পরবর্তী ১২২ দিন দারুণ কাটবে । কর্মজীবনে অনেক সাফল্য আসবে, আর্থিক লাভের সম্ভাবনা বেশ প্রবল সিংহ রাশির জাতকদের জন্য সুখবর আনতে পারে। কিছু সুখবর পেতে পারে। অর্থনৈতিক অবস্থা ভালো যাবে। ধনুর জাতকদের সমাজে মর্যাদা বৃদ্ধি পাবে। ধনুর জাতকরা এই সময়ের মধ্যে অনেক নতুন বিনিয়োগে লাভ পেতে পারেন।