দু মাস পরেই নতুন বছর। ২০২৫ নিয়ে অনেকের মধ্যেই আশা প্রত্যাশা। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহগুলির গতিবিধি অনুসারেই নির্ধারিত হয় বিভিন্ন রাশির ভাগ্য। শনি ও বৃহস্পতি উভয়ই আগামী বছর রাশি পরিবর্তন করবে। শনি ও বৃহস্পতি গতির ফলে কোন কোন রাশির কপাল চওড়া হবে। মেষ রাশির জাতকদের জন্য সুখের ডালি নিয়ে হাজির হতে পারে ২০২৫। ব্যবসায় নতুন সুযোগ আসবে। লাভ ভালো হবে। নতুন চাকরির সন্ধান পেতে পারেন। শনির রাশি পরিবর্তনে মীনের সাড়ে সাতির ২য় পর্যায় শুরু হবে ঠিকই, তবে তার সঙ্গে থাকবে বৃহস্পতির আশীর্বাদ। আর্থিক অবস্থা খুব ভাল হবে। সৌভাগ্যের দরজা খুলতে পারে। ২০২৫ সালে শনির রাশি পরিবর্তন হবে। মকর রাশির জাতকরা শনির সাড়ে সাতি থেকে স্বস্তি পাবেন। বিলাসবহুল জীবনে প্রবেশ করার সময় এখন। বিলাসিতা আসবে জীবনে। ২০২৫ সালে শনি-বৃহস্পতির রাশির পরিবর্তন হবে। তার ফলে, সারা বছরই নানাদিক থেকে উপকার মিলবে। জমি ও সম্পত্তির ক্ষেত্রেও বড় সুবিধা পেতে পারেন।