রাগ কার না হয়। কিন্তু কারও কারও রাগের মাত্রা বেশি।



সহজেই মাথা গরম করে মেজাজ হারান কয়েকটি রাশির জাতকরা। আপনারটিও কি আছে তালিকায় ?



মেষ রাশির জাতকদের মেজাজ সপ্তমে চড়েই থাকে। তাঁরা আবেগপ্রবণ। সহজেই হতাশ এবং খিটখিটে হয়ে উঠতে পারে



সিংহ রাশির জাতকরা, ছোটখাটো বিষয়গুলিতে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে ফেলে। তবে মেজাজ সাধারণত স্বল্পস্থায়ী হয়।



বৃশ্চিক রাশির রাগ বিস্ফোরণের মতো। প্রতিহিংসামূলক আচরণের দিকে নিয়ে যেতে পারে।



ধনুর জাতকরা দুঃসাহসিক মনোভাবের হয়। মেজাজ সাধারণত স্বল্পস্থায়ী হয়।



রাশি বৃষ হলে, একগুঁয়ে এবং অনমনীয় হতে পারেন । পরিবেশ পছন্দের না হলে এরা মেজাজ হারান।



মিথুনরা রাশির রাগ অপ্রত্যাশিত। মেজাজ দ্রুত পরিবর্তন হতে পারে।