অমাবস্যা তিথিতে শনি দেবের জন্ম বছরে দুবার শনি জয়ন্তী পালিত হয়। শনি জয়ন্তীতে শনিদেবের আরাধনা করলে সমস্ত ঝামেলা দূর হয়। ৮ মে, বুধবার বৈশাখী অমাবস্যায় শনি জয়ন্তী পালিত হবে । বৈশাখী অমাবস্যায় দক্ষিণ ভারতে শনি জয়ন্তী পালিত হয়। বৈশাখী অমাবস্যায় তিথি শুরু ৭ মে 2024, সকাল ১১ টা ৪০ -এ অমাবস্যা শেষ হচ্ছে ৮ মে। সকাল ৮ টা ৫১ এয়। পরবর্তী শনি জয়ন্তী পালিত হবে বৃহস্পতিবার, ৬ জুন, জ্যৈষ্ঠ অমাবস্যায় । শান জয়ন্তীতে শনিদেবের আরাধনা করলে কুণ্ডলীতে শনিদেব সাড়ে সাতি ও ধইয়ার অশুভ প্রভাব কমে যায়।