জীবনদর্শন নিয়ে শ্রী শ্রী রবিশঙ্করের ভাবনা চিন্তা অনেকেই অনুসরণ করেন। শনির সাড়ে সাতির যন্ত্রণা ও তা কাটিয়ে ওঠার উপায় সম্পর্কে বলেছেন রবিশঙ্কর। রবিশঙ্করের মতে শনির সাড়ে সাতি সাড়ে ৭ বছরের একটি কঠিন সময় । এই সাড়ে সাত বছরের প্রতিকূল সময়ে আর্থিক বিপর্যয় আসতে পারে। শনির বিরূপ প্রভাব পড়তে পারে এসময়টায়। বাড়িতেও গোলযোগ লেগে থাকে। কারও উদ্দেশ্য হয়ত সৎ, কিন্তু ফল কিছুতেই আশাব্যাঞঅজক হয় না। শনির সাড়ে সাতির সময় যত আত্মকেন্দ্রিক হবেন, তত বিরূপ ফল আসবে। বরং রবিশঙ্করের পরামর্শ, শুধু নিজের দিকে দৃষ্টি আটকে না রেখে আরও বড় কিছুর মধ্যে নিজেকে ছড়িয়ে দিন। রবিশঙ্করের পরামর্শ , একটি মন্ত্রই এই সব অশান্তি থেকে আপনাকে দূরে রাখতে পারে। জপ করুন , ওম নমঃ শিবায় মন্ত্র। সব নেতিবাচক শক্তির বিরুদ্ধে ঢাল হয়ে রুখে দাঁড়াবে।