নয়টি গ্রহের মধ্যে, শনির মহাদশা হল সবচেয়ে দীর্ঘস্থায়ী মহাদশা।



শনির মহাদশায়, একজন ব্যক্তি তার কর্মের ফল পান হাতে নাতে।



সাড়ে সাতি চলে সাত বছর । ধৈয় চলে আড়াই বছর। আর শনির মহাদশা ১৯ বছর স্থায়ী হয়।



এটি অত্যন্ত বিপজ্জনক দশা বলে মনে করা হয়।



শনির মহাদশা একজন ব্যক্তির জন্য সাড়ে সাতি এবং ধইয়ার থেকেও বেশি কষ্টের কারণ হয়।



শনির মহাদশায় কারও খ্যাতি হ্রাস পায়, অর্থের ক্ষতি হয়, অপমান হয় অকারণে।



শনির মহা দশায় উত্তেজনা সাঙ্ঘাতিক বৃদ্ধি পায়, তর্ক হয়।



মূল্যবান জিনিসপত্র হারিয়ে যায় বা চুরি হয়।



ন্যায়নিষ্ঠ জীবন, অভাবীকে দান-ধ্যান, শনিচালিশা পাঠে উপশম হয়।



শনির মহাদশায়, একজন ব্যক্তি হঠাৎ করে মাদকাসক্ত হয়ে পড়তে পারেন।