খুব শীঘ্রই শনি নিজস্ব রাশি কুম্ভতে প্রত্যক্ষ হতে চলেছেন। শনিদেব দীপাবলির ১৫ দিন পরে ১৫ নভেম্বর থেকে প্রত্যক্ষ গতিতে থাকবেন। শনির এই গতিবিধির কারণে কিছু রাশির জাতকদের ভাগ্যের পরিবর্তন হবে। কর্কট রাশি : স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া দরকার। কোনও ধরনের মানসিক চাপ নেবেন না। কর্কট রাশি : পরিবারের মধ্যে তর্ক বাড়তে পারে। তাই এই সময়ে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে। : মীন রাশি : দীপাবলির পরে একটু সাবধানে থাকতে হবে। এই সময়ে নানারকম সমস্যায় পড়তে পারেন জাতকরা। মীন : পরিবারের বড়দের প্রতি মনোযোগ দিতে হবে। সঙ্গীর সঙ্গে বেশি সময় কাটানোর চেষ্টা করুন। মকর রাশি : খারাপ ভাষা ব্যবহার করবেন না। পরে অনুতাপ করতে হতে পারে। প্রেম জীবনে অনেক বাধা আসতে পারে। তবে সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকতে হবে।