দেবাদিদেব মহাদেব। সকলের আরাধ্য তিনি। ভক্তদের কাছে তিনি বড় আপন। প্রাণভরে ডাকলেই সাড়া দেন মহাদেব। সহজেই হন সন্তুষ্ট , এমনটাই বিশ্বাস। সব ভক্তই ঈশ্বরের সন্তান। তবে মনে করা হয় , বিশেষ কয়েকটি রাশির উপর মহাদেবের আশীর্বাদ সবসময় বর্ষিত হয়। এমন কয়েকটি রাশির উল্লেখ করেন জ্যোতিষশাস্ত্র চর্চাকারীরা,যারা শিবঠকুরের খুব প্রিয়। ভগবান শিব মেষ রাশিকে খুব পছন্দ করেন। এই রাশির জাতকদের খারাপ কাজ করার আগে ভগবান আটকান। বৃশ্চিক রাশির জাতকদের উপর শিব ঠাকুরের বিশেষ আশীর্বাদ থাকে বলে মনে করা হয়। কঠিন চ্যালেঞ্জও সহজে পার হন এঁরা। মকর রাশির অধিপতি হলেন শনিদেব। জীবনে কখনও ব্যর্থতার সম্মুখীন হতে হয় না। কুম্ভ রাশি ভগবান শিবের প্রিয় রাশি। শিবের উপাসনা করলে এই রাশির মানুষের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যায়। মীন রাশির মানুষের মধ্যে আধ্যাত্মিকতা ও সহানুভূতি বোধ সবথেকে বেশি। শিবঠাকুরের প্রিয় রাশি মীন।