শনি এখন মীন রাশিতে বক্রী অবস্থায় আছেন।



২৮ নভেম্বর তারিখে শনি এই রাশিতেই মার্গী হবেন শনি ।



২৮ নভেম্বর সকাল ৯ টা ২০ মিনিটে মীন রাশিতেই মার্গী হবেন।



শনি গ্রহের মার্গী হওয়া মানে হল, সোজা পথে চলা।



শনি মার্গী হয়ে কিছু রাশির সমস্যা বাড়াতে পারে।



শনির মার্গী হওয়ার পরে কোন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে, তা জেনে নিন।



মীন রাশিতে মার্গী হয়ে শনি মীন রাশির জাতকদেরই চিন্তা বাড়াতে পারে।



মেষ রাশির শনির সাড়েসাতির প্রথম পর্যায় চলছে। তাই আপনিও সাবধানে থাকুন।



কুম্ভ রাশির জাতকদেরও শনি মার্গী হয়ে নতুন কোনও আর্থিক সমস্যায় ফেলতে পারে।