সুস্থ ঠোঁট নরম, মসৃণ এবং গোলাপী দেখায়



চিকিৎসকদের অনেকেই বলছেন, ঠোঁটের কিছু লক্ষণ হার্টের অসুখের সতর্কতা হতে পারে।



ত্বক এবং নখের মতো ঠোঁটও শরীরের অভ্যন্তরীণ অবস্থা সম্পর্কে ইঙ্গিত দেয়।



ঠোঁটের ফ্যাকাশে বা নীলচে ভাব রক্তে অক্সিজেনের মাত্রা কম থাকার ইঙ্গিত দিতে পারে



সারা বছর ঠোঁটে শুষ্কভাব ডিহাইড্রেশন , ভিটামিনের ঘাটতি বা অপুষ্টির ইঙ্গিত হতে পারে



ঠোঁটে কালো দাগ বা অস্বাভাবিক রং হরমোনের ভারসাম্যহীনতা ইঙ্গিত দেয়।



এভাবেই ত্বক এবং নখের মতো ঠোঁট শরীরের নানা সমস্যার ইঙ্গিত দেয়।