কর্মফল দাতা শনি ।তিনিই মানুষকে কর্ম অনুসারে ফল দেন।



যদি শনি শুভ হয়, তাহলে হতদরিদ্রও রাজা হতে পারেন



আর যদি শনি অশুভ ফল দিতে শুরু করে , তাহলে রাজাও পথে বসতে পারেন।



শনি রেগে গেলে ঋণগ্রস্ত হয়ে পড়ে মানুষ। ছোট ছোট ঋণ মেটাতে মাথায় হাত পড়ে।



EMI পরিশোধ করতেও সমস্যা হতে পারে।



শনির প্রভাবে থাকা রাশিগুলিও ভাল থাকেন, যদি তিনি সৎ মানুষ হন।



কুম্ভ রাশির জাতক জাতিকাদের ২০২৫ এ সাবধানে থাকতে হবে।



মানসিক, শারীরিক এবং আর্থিক সমস্যার সম্মুখীন হতে হতে পারেন কুম্ভ রাশির জাতকরা।



টাকা লেনদেনের সময় সাবধানতা অবলম্বন করুন মীন রাশির জাতকরা।



রাশি মীন হলে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে দূরে রাখুন।