অগাস্ট জুড়ে রয়েছে একাধিক যোগ। গ্রহ -নক্ষত্রের গোচরে কারো কপালে পৌষমাস, কারো কপালে সর্বনাশ।



শনিদেবকে গ্রহদের মধ্যে বিচারক বলা হয়। শনির দৃষ্টি কেউ এড়াতে পারে না।



সকলেই শনি মহারাজের ক্রোধকে ভয় পায় ঠিকই, তবে শনি কিন্তু ন্যায়নিষ্ঠদের প্রতি সদা দয়াবান।



রাশি সিংহ হলে স্ত্রী বা স্বামীর সঙ্গে মতভেদ হতে পারে। দূরত্ব সৃষ্টিও হতে পারে।



সিংহ রাশির মানসিক চাপ ও বিভ্রান্তি বাড়তে পারে।



মকর রাশি হলে শনির রাগ এড়াতে স্ত্রী এবং ব্যবসায়িক অংশীদারের সঙ্গে ভাল আচরণ করতে হবে।



মকর রাশি হলে ছোট খাটো স্বাস্থ্য সমস্যা অবহেলা করলে চলবে না।



রাশি কুম্ভ হলে মেজাজ হারিয়ে বিপদে পড়তে পারেন। আর্থিক সমস্যা দেখা দিতে পারে।



সহকর্মীদের সঙ্গে ভদ্র আচরণ করুন। অবিলম্বে ভুল মানুষের সঙ্গ ত্যাগ করুন



ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।