জ্যোতিষশাস্ত্রে কর্মফলদাতা বলা হয় শনিকে । জ্যোতিষশাস্ত্রে এই গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে।



জ্যোতিষশাস্ত্রে, শনির রোষের সঙ্গে সংযোগ খোঁজা হয় নানা দঃখ-দুর্দশা-দুর্গতির।



পঞ্চাঙ্গ অনুসারে, বসন্ত পঞ্চমীর সকালে শনি নক্ষত্র পরিবর্তন করেছে।



২ ফেব্রুয়ারি, সকাল ৮ টা ৫১ য় শনি পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে।



পূর্বাভাদ্রপদ নক্ষত্র ২৭ টি নক্ষত্রের মধ্যে ২৫ তম স্থানে রয়েছেন।



এই নক্ষত্র পরিবর্তনে লাভ করবে ৩ রাশির জাতক জাতিকারা।



শনির কৃপায় মেষ রাশির জাতকরা অর্থ উপার্জনের অনেক সুযোগ পাবেন



কর্কট রাশি হলে ব্যবসায়ীরা নতুন অর্ডার পাবেন। ভালো লাভের সম্ভাবনা রয়েছে।



স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি বয়স্কদের জন্য অনুকূল হবে।



ধনু রাশি হলে বয়স্কদের স্বাস্থ্য ভালো থাকবে। প্রেম জীবনে শান্তি থাকবে।