কঠিন সময়ে প্রিয়জনের
কাঁধে মাথা রাখেন কেউ


পরিবার-বন্ধুদের সঙ্গে
মনের কথা ভাগ করে নেন


কেউ আবার কঠিন সময়ে
একলা থাকতে পছন্দ করেন


কিছু রাশির জাতকের কথা
বিশেষ ভাবে উল্লেখ্য


সিংহ: মানসিক ভাবে ভেঙে পড়লেও,
অন্যের কাছে তা প্রকাশ করেন না


সিংহ: কঠিন সময়ে এঁরা
একা থাকতে পছন্দ করেন


তুলা: বুক ফাটলেও এঁদের
মুখ ফোটে না একেবারেই


তুলা: কঠিন সময়ে নিভৃতে
নিজেকে গুছিয়ে নেন এঁরা


কন্যা: স্বাধীনতা অত্যন্ত
প্রিয় এই রাশির জাতকদের


কন্যা: কঠিন সময়ও কারও
উপর নির্ভরশীল হতে চান না


বৃশ্চিক: নিজেকে বোঝেন, চেনেন এঁরা,
তাই কারও সাহায্য় লাগে না


বৃশ্চিক: একান্তে নিজেকে
সামলে নেন এঁরা
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)