শনির সাড়ে সাত বছর অর্থাৎ সাড়ে সাত বছর খুবই কষ্টদায়ক।



যদিও প্রতিটি রাশির চিহ্নের লোকেদের সাড়ে সাতির মুখোমুখি হতে হয়



তিন রাশির জাতকদের সাড়ে সাতি দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়।



জ্যোতিষশাস্ত্র অনুসারে, মেষ-বৃশ্চিক রাশি হল মঙ্গল গ্রহের রাশি। এরা শনির সাড়ে সাতিতে বেশি কষ্ট হয়।



শনির সাড়ে সাতির সময় মেষ, বৃশ্চিক এবং কর্কট রাশির জাতক জাতিকারা খারাপ সঙ্গে জড়িয়ে পড়ে।



টাকা হারানো, সম্পর্কের ফাটল, হামলা, মাদকাসক্তি ইত্যাদির মতো অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়।



আর্থিক, মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়।



শনি সাড়ে সাতি আড়াই বছরের তিনটি পর্বে বিভক্ত।



শনির সাড়ে সাতির প্রথম ধাপে একজন ব্যক্তি আর্থিক সমস্যার সম্মুখীন হন



দ্বিতীয় ধাপের প্রভাব কাজ এবং পারিবারিক জীবনে এবং তৃতীয় ধাপের প্রভাব পড়ে স্বাস্থ্যের ওপর।