শনিদেব 2025 সালে রাশি পরিবর্তন করবেন। শনিদেব ন্যায়ের দেবতা। যারা ভালো কাজ করে তাদের আশীর্বাদ বর্ষণ করে। তাই শনির ধাইয়া চলুক বা সাড়ে সাতি, সৎ ব্যক্তিরা চট করে শনির রোষে পড়েন না। শনির দেবের এই দশাগুলিতে যদিও সময়টা কঠিন হয়, চ্যালেঞ্জ বাড়ে । শনিদেবের অশুভ দৃষ্টির কারণে কোনও ব্যক্তিকে জীবনে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। বর্তমানে মকর রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির শেষ পর্ব চলছে। তবে ২০২৫ সালের ২৯ মার্চ , সাড়ে সাতি কেটে যাবে। মকর রাশির শুরু হবে ভাল দিন। শনিদেবের কৃপায় এই বছরটি মকর রাশির জাতকদের জন্য খুব চমৎকার হতে চলেছে। শনিদেবের কৃপায় দূর হবে আর্থিক সমস্যা। নানা সঙ্কট কাটবে। শনিদেবের রাশি পরিবর্তনের কারণে কর্কট ও বৃশ্চিক রাশির জাতকরা শনির ধাইয়ার কবল থেকে মুক্তি পাবে এরপর অমীমাংসিত কাজ শেষ হবে। এছাড়াও শনিদেবের কৃপায় সকল অশুভ সমস্যার সমাধান হবে।