শনিদেবের রোষকে সবাই ডরায়। আর সাড়ে সাতি এমন একটা দশা যখন শনিদেব সবথেকে বেশি চ্যালেঞ্জে রাখেন।



যদিও মনে রাখা দরকার, সাড়ে সাতি বা ধইয়া, শনিদেব ভাল মানুষদের বেশি পীড়া দেন না।



২০২৫ সালটি শনির রাশি পরিবর্তনের জন্য খুব গুরুত্ববহ। ২৯ মার্চ রাশিবদল শনির।



কুম্ভ থেকে মীনে যাবেন শনি। সেই সঙ্গে বদলে যাবে সাড়ে সাতির প্রভার।



নতুন করে সাড়ে সাতিতে প্রভাবিত হবে মীনের পরবর্তী রাশি মেষ।



মেষ রাশির জাতক-জাতিকাদের ওপর শনির সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে।



এরপর আবার ২০২৭ সালের ৩ জুন শনি মেষ রাশিতে প্রবেশ করবে। তখন শুরু হবে ২ পর্যায়।



সাড়ে সাতিতে মেষ রাশির জাতকদের চাকরি ও ব্যবসায় সমস্যা বাড়তে পারে। ঋণ বাড়তে পারে।



অন্যদিকে সাড়ে সাতি থেকে রেহাই পাবে মকর রাশি। ফলে এদের সুসময় শুরু হবে।



২০৩২ সালের মে মাসে মেষ রাশির জাতক-জাতিকাদের উপর শনি সাড়ে সাতি শেষ হবে।