জ্যোতিষশাস্ত্রে গ্রহের স্থানান্তর বিভিন্ন রাশিকে প্রাভাবিত করে।



আগামী মার্চে ত্রিগ্রহী ও রাজযোগ গঠন করবেন শনি। ১২ টি রাশিকেই প্রভাবিত করবে এই অবস্থান।



শনি, সূর্য এবং শুক্র গ্রহ অনুকূলে থাকলে জীবন পরিবর্তন হয়। জীবনে ভাল ভাল ঘটনা ঘটে।



এ বছর মার্চ মাসে মীন রাশিতে শনি, সূর্য ও শুক্র ত্রিগ্রহী যোগ ঘটাতে চলেছে।



এই সময়ে কয়েকটি রাশির জাতক জাতিকারা দারুণ সুবিধা পেতে পারেন।



এই সময়ে মেষ রাশির জাতকদের সমাজে সম্মান বাড়বে।



মেষের জাতকদের সম্পদ বৃদ্ধি হতে পারে। বিলাস ব্যাসনও ভোগ করবেন।



মার্চ মাসে ধনু রাশির জাতকদের আরাম ও বিলাসিতা বৃদ্ধি পেতে পারে।



চাকরিতে ইতিবাচক প্রভাব দেখা যেতে পারে। পদোন্নতি হতে পারে কর্কট রাশির জাতকদের ।