জ্যোতিষশাস্ত্রে শনি ও শুক্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শনি ন্যায়পরায়ণ এবং কর্ম অনুসারে ফল দেন। শুক্র শুভ অবস্থানে থাকে সে জীবনে কখনও আর্থিক পরিস্থিতির সম্মুখীন হয় না। শনি ও শুক্র তারি করে ফেলেছে অর্ধচন্দ্র যোগ। যার ফলে দুই গ্রহের আনুকূল্যে কপাল খুলছে ৩ রাশির। অর্ধকেন্দ্র যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি কয়েকটি রাশির চিহ্নের জন্য সুবিধাজনক। মেষ রাশির জাতকরা সব ক্ষেত্রেই সাফল্য পাবেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। আকস্মিক আর্থিক লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। অর্ধকেন্দ্র যোগ কন্যা রাশির জাতকদের জন্য খুব অনুকূল চাকরিজীবীদের বেতন বাড়বে। আটকে থাকা টাকাও ফেরত পাবেন। মকর রাশির জাতকরা বিশেষভাবে শনি-শুক্রর অনুগ্রহ পাবে সম্মান বাড়বে। আর্থিক অবস্থা ভালো থাকবে এবং পরিবারে সুখ থাকবে।