২৯ মার্চ শনি রাশি পরিবর্তন করবে। কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে শনি। ২০২৫ সালে মীন রাশিতে প্রবেশ করবে শনি। দেবগুরু বৃহস্পতির রাশি মীন । এই রাশি পরিবর্তনের দিনই আবার সূর্যগ্রহণ। তবে ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। দেখা না গেলেও রাশিচক্রগুলির উপর পুরোপুরি বজায় থাকবে বড়ঠাকুরের প্রভাব। সিংহ রাশির জাতকদের জন্য এই ট্রানজিট অনুকূল হতে চলেছে। সিংহ রাশির অধিপতি সূর্য। এই রাশির জাতকদের হাতে আসতে পারে অনেক অর্থ। ২০২৫ সালের মার্চের পরে অনেক লাভ করতে পারেন তুলা রাশির জাতকরা। কর্মক্ষেত্রেও আসতে পারে কাঙ্খিত সাফল্য। ব্যাবসাতেও আসবে সাফল্য । মীন রাশির জাতক-জাতিকাদের জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনবেন বড়ঠাকুর। আয়ের নতুন পথ খুলবে এই রাশির জাতক জাতিকাদের জন্য।