সোনা, রুপো, তামা ও লোহা, এই চাররকম পা ব্যবহার করেন শনিদেব। শনির যখন রুপোর পায়ে চলেন, তখন জাতিকদের জীবনে ব্যাপক উন্নতি আসে ৷ ২০২৫ এর ২৯ মার্চ শনি প্রবেশ করবেন বৃহস্পতির রাশি মীনে। তখন শনি হাঁটবেন রুপোর পায়ে। আর এর ফলে ৩ রাশির ভাগ্য যাবে খুলে। শনির রুপোর পায়ে চলা ২০২৫ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হবে। কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য আগামী সময়টা খুব ভাল, বিশেষত অর্থভাগ্য পারিবারিক জীবনের সব প্রতিকূলতা শেষ হবে। শান্তি আসবে গৃহে। আয় বৃদ্ধি হতে পারে। ইন্টারভিউতে সফল হতে পারেন। প্রচুর আর্থিক লাভ হতে পারে কর্কট রাশির। সাফল্যের সময় এটা । বেকারত্ব কাটতে পারে কুম্ভ রাশির। বড় সুযোগ আসবে জীবনে