আমাদের জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটতে থাকে যার কোন ব্যাখ্যা পাওয়া যায় না কীভাবে যেন পাক দিয়ে ঘিরে ফেলে নেতিবাচক শক্তি। জীবনে শুধুই ঘটতে থাকে খারাপ ঘটনা । এই সমস্য থেকে উদ্ধার পাওয়ার জন্য একটা শক্তিশালী টোটকা কাজে লাগিয়ে দেখতে পারেন। ঘরে আনুন কর্পূর ও লবঙ্গ। দেখুন কেমন খেলা শুরু হয়। কর্পূর আর লবঙ্গকে যদি একসঙ্গে পোড়ানো যায় তাহলে অসাধারণ কিছু ঘটে। তবে একটা নিয়ম মেনে। শারীরিক সমস্যা, মানসিক সমস্যা, গৃহের বাস্তুদোষ দূর করতে পারে এই টোটকা। প্রদীপ চালানোর সময় যদি দুটো লবঙ্গ দিয়ে দেওয়া হয়, তাহলে দারুণ কিছু ঘটতে পারে। সারা ঘরে তার ধোঁয়া ছড়িয়ে দেওয়া যায়, তাহলে প্রত্যেকটি ঘর থেকে নেগেটিভ শক্তি দূরে চলে যাবে। শুধুমাত্র লবঙ্গ নয়, এই প্রদীপের মধ্যে যদি কিছুটা কর্পূর দিয়ে একসঙ্গে জ্বালান অশুভ শক্তিকে আপনার পরিবার থেকে দূর করতে লবঙ্গ ও কর্পূরের ধোঁয়া দিয়ে আরতি করুন। ডিসক্লেমার : এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না।