শনির রাশিচক্র পরিবর্তন সমস্ত রাশির মানুষকে প্রভাবিত করবে।



কোন কোন কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাতে চলেছে শনি?



তুলা রাশি হল শনির সবচেয়ে প্রিয় রাশিগুলির মধ্যে একটি।







শনির প্রিয় রাশি তুলার জাতকদের আর্থিক সুবিধার পাশাপাশি স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে পারে।



শনির রাশি পরিবর্তনের পর মকর রাশির জাতক জাতিকাদের উপর শনির সাড়ে সাতির অবসান হবে।



ধন-সম্পদ ও খ্যাতির দিক থেকে মকর রাশির জাতক-জাতিকাদের ওপর শনিদেবের আশীর্বাদ সবসময়ই থাকে।



শনিদেব মীন রাশির জাতকদের ব্যবসা এবং কর্মজীবনে প্রচুর সুবিধা দেবেন।



শনিদেব ২০২৫ সালের ২৯ মার্চ শনিবার রাত ১১.০১ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবেন।



৩০ বছর পর, শনি মীন রাশিতে ফিরে আসছে।



মীন রাশির লোকেরা ২০২৫ সালের মার্চের পরে প্রতিটি ক্ষেত্রে বাম্পার সাফল্য পেতে পারে। তথ্য সূত্র : ABP News