মনের রাস্তা না কি
পেট হয়ে যায়?


বহু আগে থেকেই
এই প্রবাদের চল


আজও অক্ষরে অক্ষরে
মেনে চলেন অনেকে


বিশেষ করে কিছু রাশির জাতরা,
প্রিয়জনকে রেঁধে খাওয়াতে ভালবাসেন এঁরা


মিথুন: প্রিয়জনের জন্য হাত পুড়িয়ে
রাঁধতে একেবারেই আপত্তি নেই এঁদের


তুলা: নিজের হাতে রান্না করে খাওয়ালে
ভালবাসা বাড়ে বলে বিশ্বাস এঁদের


মীন: রান্নার মধ্যেই এঁদের
ভালবাসা লুকিয়ে থাকে


বৃষ: একসঙ্গে বসে খাওয়া দাওয়া,
প্রিয়জনের জন্য রান্না করাই এঁদের পছন্দ


কর্কট: ভালবাসার মানুষের জন্য
পরিশ্রমে আপত্তি নেই এঁদের


কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে
সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই।