শনিদেবকে কর্মফলের দাতা বলা হয় শনি যখন কোন ব্যক্তির উপর রুষ্ট হয় তখন তাকে বলা হয় সাড়েসাতি বা শনির ধইয়া

জ্যোতিষীদের মতে, জন্ম রাশি থেকে শনির অবস্থান যখন দ্বাদশ ঘরে থাকে তখন সেটিকে শনির সাড়েসাতি বলা হয়, প্রায় ৭.৫ বছর থাকে এই দশা

স্বাস্থ্য, সম্পদ, চাকরি, ব্যবসা, সম্মান, পদোন্নতি স্বাস্থ্য সবকিছুতেই ক্ষতির সম্মুখীন হতে হয়

জ্যোতিষীদের মতে, জন্ম রাশিতে যখন শনি গ্রহের অবস্থান চতুর্থ বা অষ্টম ঘরে থাকে, তখন তাকে শনির ধইয়া বলা হয়

এই শনি ধইয়ার প্রভাব প্রায় আড়াই বছর পর্যন্ত থাকে এ কারণে সে জীবনে পর্যাপ্ত উন্নতি করতে পারে না

স্বাস্থ্য, অর্থ এবং কর্মজীবনে সমস্যার সম্মুখীন হন তার কাজ আটকে যেতে থাকে

শনির সাড়ে সাতিতে আক্রান্ত হলে হনুমানজির পুজো করা উচিত

প্রতি শনিবার হনুমান চালিসা পাঠ করুন শনি মন্দিরে গিয়ে মন্ত্রপাঠও করতে পারেন