রাহু-কেতুর মতো গ্রহের নাম শুনলেই অনেকে ভয় পেয়ে যায় কিন্তু শনি রাহু-কেতুর থেকেও বেশি বিপদজনক শনিকে রাহু-কেতুর চেয়েও বেশি বিপদজনক বলে মনে করা হয় কারণ ভুলের শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনও দয়া দেখায় না যার কুণ্ডলীতে শনির মহাদশা আছে শনির অশুভ নজরে জীবন জেরবার হতে পারে শনির মহাদশা ঘটলে তা সংক্রান্ত ব্যবস্থা নিতে হবে শনির অশুভ ছায়া এই ধরনের লোকদের উপর পড়ে শনিদেব তাদের কঠোর শাস্তিও দেন হনুমান জয়ন্তীতে তাই শনিদেবের পুজো করতে পারেন কেটে যেতে পারে সব বাধাবিঘ্ন