বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রত্যেক গ্রহের বক্রী অবস্থার সময় বিভিন্ন রাশির উপর ভিন্ন প্রভাব পড়ে শনির বক্রী ও মার্গী হওয়া জাতকের কর্মফল ও জীবনের পরীক্ষার সময় হিসেবে ধরা হয়
এই বক্রী শনির সময় তিনটি রাশির উপর বিশেষ কৃপা বর্ষিত হতে চলেছে
এই তিন রাশির জাতকরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি ও ইতিবাচক পরিবর্তনের মুখোমুখি হবেন
শনি হলেন ন্যায় ও কর্মফলের দেবতা প্রতি আড়াই বছর ছাড়া ছাড়া শনিদেব রাশি পরিবর্তন করে থাকেন
সিংহ রাশির জন্য রোজগারের ক্ষেত্রে তুফানি উন্নতি হতে চলেছে
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য মালব্য রাজযোগের জন্য অত্যন্ত ভাল মুহূর্ত আসতে চলেছে
বিশেষ উন্নতিকর পরিস্থিতি নিয়ে আসতে চলেছে এই রাশিতে