বৈদিক জোতিষশাস্ত্র মতে আড়াই বছরে রাশি পরিবর্তন করে শনির এই পরিবর্তনে ভাগ্যে প্রভাব পড়ে ২৯ জুলাই শনির বক্রী দশা শুরু হতে চলেছে এর ফলে বেশ কিছু রাশির ভাগ্য উজ্জ্বল হতে চলেছে শনি বক্রীতে উপচে পড়বে ধন-সম্পদ প্রতিটি কাজেই সাফল্য পেতে পারেন মেষ রাশিতে চাকরি সমস্যা মিটবে, নতুন সুযোগও আসবে বিনিয়োগেও পেতে পারেন ভাল লাভ কর্কট রাশিতে অপ্রত্যাশিত আর্থিক লাভ ব্যবসায় মুনাফা থেকে চাকরিতেও লক্ষ্মীলাভ মকর রাশিতে আয়ের নতুন উৎস খুলবে সুনাম-খ্যাতি বাড়বে চোখের পলকেই