মন্দিরে পুজোর পরে প্রসাদ পাওয়া গেল, যা দৈব।

সেই প্রসাদে ঈশ্বরের শক্তি থাকে বলেই বিশ্বাস করা হয়

বহু লোক এই ভ্রমে থাকে যে মন্দিরের প্রসাদ

বাড়ি আনা উচিত কিনা।

শাস্ত্রমতে, মন্দির বা দেবস্থানের প্রসাদ।

তা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা উচিত।

কারণ সেই সময় সেই স্থান

ঐশ্বরিক শক্তি দ্বারা পরিপূর্ণ হয়।

যদি কোনো কারণে প্রসাদ সেখানেই গ্রহণ করতে না পারেন

তাহলে শুদ্ধ ভাবে ঘরে আনতে পারেন।

কিন্তু এমন ৫টি দেবস্থান বা মন্দির আছে যেখান থেকে পাওয়া গেছে

প্রসাদ ঘরে আনা উচিত না

মেহন্দীপুর বালাজী, কামাখ্যা দেবী, কাল ভৈরব

কোটিলিঙ্গেশ্বর মন্দিরের প্রসাদ অবশ্য ঘরে নিয়ে খেতে বারণ করা হয়

এইরকম পাঁচটি মন্দির আছে যেখান থেকে প্রসাদ বাড়িতে নিয়ে যাওয়া

অশুভ মনে করা হয়

তবে বেশিরভাগ মন্দিরের প্রসাদ বাড়িতে

এনে তা গ্রহণ করতে কোনও অসুবিধা নেই