মন্দিরে পূজা-পাঠ ও ভগবানের দর্শনের পর

পরে সিঁড়িতে অনেকেই বসে

মন্দির দর্শনের পর সিঁড়ি তে বসার

ঐতিহ্য অনেক পুরনো।

মন্দির থেকে সোজা বাড়ি না ফিরে সিঁড়িতে কেন বসা হয়

এটার সম্পর্ক আরামের সঙ্গে নয়, বরং

ধর্মীয় গুরুত্বের সঙ্গে যুক্ত।

দর্শন এর পরে মন ও

শক্তি সক্রিয় হয়

এইজন্য সিঁড়িগুলোর উপর কিছুক্ষণ বসে

মন খুব শান্ত হয়

মন্দিরে কোনও সময় তাড়াহুড়ো করা উচিত নয়

শান্ত, স্থিতধী থাকার জন্য সিঁড়িতে বসা খারাপ নয়

ধর্মীয় বিশ্বাস নিজস্ব।

এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই।