৯ অক্টোবর তারিখে শুক্র গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করবে।



শুক্র গ্রহের পরিবর্তনের প্রভাব ১২ টি রাশির ওপরই দেখা যাবে।



বৃষ রাশির জাতকদের সম্মান ও সাফল্য লাভ হবে।



মিথুন রাশির জাতকদের আয় ও বস্তুগত সুখ বৃদ্ধি পাবে।



সিংহ রাশির জাতকদের পরিবার থেকে সাহায্য ও শান্তি মিলবে।



ছাত্রদের এই সময়ে ভালো ফল এবং সাফল্য আসবে।



ব্যবসায়ে উন্নতি হবে এবং আটকে থাকা টাকাও ফেরত পাওয়া যেতে পারে।



বৈবাহিক জীবন আর প্রেম সম্পর্কগুলোতে মাধুর্য বাড়বে।



স্বাস্থ্য বিষয়ক সমস্যা কম হবে।



টাকা ও বিলাসবহুল জিনিস কেনার যোগ তৈরি হবে।