এই রাশিদের পিছু ছাড়ে না সমস্যা, অজান্তেই হয় ক্ষতি, প্রতি পদে বিপদ

কিছু রাশির ক্ষেত্রে জন্মলগ্ন থেকেই সমস্যা দেখা যায় নানা বিপদের সম্মুখীন হতে হয় এঁদের

এঁরা স্পষ্টবাদী, সেই কারণেও এঁদের নানা সমস্যায় পড়তে হয় সেই কারণে অভিশাপও কুড়ায় এঁরা

এই রাশিরা আবেগপ্রবণ হয়ে অনেক কথা বলে ফেলেন যা তাঁদের জন্য বিপদ ঢেকে আনে অজান্তেই

কোনও কাজ করতে গেলেই এঁদের বিপদে পড়তে হয় কথার প্রতি আরও সচেতন হতে হবে

এঁরা না চাইতেও অহংকার এঁদের ঘিরে ফেলে এর ফলে অন্যরা ভুল বোঝে ও বিপদ আসে

আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না বলেই সমস্যা বাড়ে অল্পেতেই এঁরা আঘাত পায়

এঁদের স্পষ্ট কথার জন্যই এঁরা সমস্যায় পড়ে অজান্তেই ক্ষতির মুখে পড়ে যায় এই রাশিরা