বৃষ: প্রতিহিংসা চরিতার্থ করতে নয়, আয়না দেখানোর জন্যই সব মনে রাখেন
কর্কট: এঁদের মস্তিষ্কের ধার বেশি, আজীবন সবকিছু মনে রাখেন
কর্কট: যা কারও মনে থাকে না, তাও এঁরা মনে রাখেন
কন্যা: স্মৃতিশক্তি প্রখর বলেই হিসেব কষে চলেন এঁরা
কন্যা: সময় মতো স্মৃতিশক্তিকে কাজেও লাগাতে জানেন
বৃশ্চিক: শুধু স্মৃতিশক্তিই প্রখর নয়, এঁদের ইন্দ্রিয়ও তীক্ষ্ণ হয়
বৃশ্চিক: বহুকাল আগের ঘটনা জলের মতো মুখস্থ থাকে ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)