অন্যের বিরাগভাজন
হতে আপত্তি অনেকের


আবার অন্যকে তুষ্ট
করা পোষায় না কারও


কে কী ভাবল, তাতে
কিছুই যায় আসে না এঁদের


এ ব্যাপারে বিশেষ কিছু
রাশির কথা উল্লেখযোগ্য


সিংহ: এঁরা অসম্ভব আত্মবিশ্বাসী,
নিজেকে নিয়ে কোনও সন্দেহ নেই


সিংহ: নেতৃত্বদানের গুণ রয়েছে,
অন্যের ভাল, খারাপ লাগার ভয় নেই


কুম্ভ: এঁরা স্বাধীনচেতা হন,
উদার মানসিকতার অধিকারী


কুম্ভ: অন্যকে সম্মান করলেও,
কাউকে তুষ্ট করা পোষায় না


মেষ: এঁদের মনে যা, মুখে তা,
কাউকে ডরান না


মেষ: যা-ই ঘটুক না কেন,
নিজের মনের কথা শোনেন


মকর: শুধু নিজের মনের কথাই
শোনে না না এঁরা


মকর: অন্যের মতামতের গুরুত্ব
যে নেই, বুঝিয়েও দেন