সহজে বন্ধু পাতাতে পারেন না অনেকেই কেউ কেউ আবার মিশতে পারেন সকলের সঙ্গেই কিছু রাশির জাতক বেশ মিশুকে হন মকর রাশির জাতকরা গল্প জমাতে পটু তাই সহজেই বন্ধু জুটে যায় এঁদের কুম্ভ রাশির জাতকরা চারপাশ সম্পর্কে খোঁজ রাখেন আপনা আপনি এঁদের চারপাশে মানুষ জুটে যায় বৃশ্চিক রাশির জাতকরা অন্যকে উৎসাহিত করতে পারেন ফলে মানুষজন এঁদের বন্ধু হতে পারলে বর্তে যান কন্যা রাশির জাতকরা সহজে আপন করে নেন অন্যকে ভাল কথা বলতে পারেন, ফলে বন্ধুর অভাব হয় না