রিটেল থেরাপির কথা ঘুরেফিরে আসে বার বার কিন্তু কিছু রাশির জাতক কেনাকাটা করতে বেশিই ভালবাসেন হঠাৎ হঠাৎই কিছু কিনতে মন চায় মিথুনরাশির জাতকদের যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়েন ব্যাগ নিয়ে মেষ রাশির জাতকরা কেনাকাটার ক্ষেত্রে দ্বিতীয় বার ভাবেন না ইচ্ছা হলেই কেনাকাটা করতে বেরিয়ে পড়েন সিংহ রাশির জাতকদের পছন্দও বেশ আকর্ষণীয় বেছে বেছে সেরাটা কেনেন সিংহ রাশির জাতকরা ধনু রাশির জাতকরা নিজের জন্য বটেই, অন্যের জন্যও কিনতে ভালবাসেন তাই জিনিস পছন্দ হলে দু'বার ভাবেন না