রাহু ও কেতুকে প্রসন্ন করার জন্য শনিবার পুজো করা উচিত। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)

Published by: ABP Ananda

যদি আপনার কোষ্ঠীতে রাহু ও কেতু শুভ ফল প্রদান করেন তাহলে জীবনে কোনও জিনিসের জন্য লড়াই করার দরকার হবে না। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)

রাহু ও কেতুর দশা থাকলে আপনি ১০০ শতাংশ কাজ করলেও মাত্র চার ভাগের মাত্র একভাগ কার্যকরী হবে। এই ক্ষেত্রে ত্রিপুণ্ড তিলক খুব কার্যকরী। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)

ধর্মীয় বিশ্বাস, ত্রিপুণ্ড তিলকের তিনটি রেখায় ৯ জন করে মোট ২৭ জন দেব-দেবী বাস করেন। তাই এই তিলক কপালে আঁকলে সমস্ত ক্ষতিকারক শক্তির হাত থেকে রক্ষা করেন তাঁরা। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)

আপনার জন্মছকে রাহু ও কেতুর অশুভ প্রভাব কাটাতে ভগবান শিবের কপালে তিনটি সমান্তরাল রেখায় যে তিলক কাটা হয়। সেই ত্রিপুণ্ড তিলক কাটুন। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)

চন্দন বা ছাই দিয়ে কাটা ত্রিপুণ্ড তিলকের জন্য আপনি রাহু ও কেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)

রাহু ও কেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে রোজ সকালে স্নানের পর চন্দন দিয়ে ত্রিপুণ্ড তিলক কাটুন কপালে। সেই সঙ্গে আরাধনা করুন শিবের। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।(ছবি সৌজন্য-পিটিআই)