কেউ কেউ আছেন, অন্যের খুঁত ধরেন সবসময় কেউ কেউ আবার অন্যের মধ্যে কিছু খারাপ দেখতেই পান না এ ব্যাপারে কিছু রাশির জাতকের কথা উল্লেখযোগ্য মীন রাশির জাতকরা সহানুভূতিশীল হন কাউকে বিশ্বাস করলে, মনপ্রাণ দিয়েই বিশ্বাস করেন কর্কট রাশির জাতকরা আঘাত পেলেও পাল্টা আঘাত করেন না কেউ ক্ষতি করলেও, কারণ বোঝার চেষ্টা করেন বৃশ্চিক রাশির জাতকরা কারও ঘনিষ্ঠ হলে সেই ব্যক্তি সম্পর্কে কিছু খারাপ মাথাতেই আসে না সিংহ রাশির জাতকরা কারও সঙ্গে সম্পর্ক খারাপ করেন না প্রত্যেককে সুযোগ দেওয়ায় বিশ্বাসী হন এঁরা